Wednesday, February 28, 2018

Uttor(The Answer):Shamsur Rehman

Shamsur Rehman was a Bangladeshi Poet who wrote primarily in Bengali.Known for his progressive verse,he created quite a stir in both the 'Bengals'.

His poem উওর('The Answer'),is a beautiful tribute to Love.
This poem was adapted by James,the famous Bangladeshi Rock Singer in his song Ami Taray Taray Rotiye Debo.
Here's the legendary poem:

তুমি হে সুন্দরীতমা নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো
‘এই আকাশ আমার’
কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবেনা।

সন্ধ্যেবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো,
‘ফুল তুই আমার’
তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে।

জ্যোত্স্না লুটিয়ে পড়লে তোমার ঘরে,
তোমার বলার অধিকার আছে, ‘এ জ্যোত্স্না আমার’
কিন্তু চাঁদিনী থাকবে নিরুত্তর।

মানুষ আমি, আমার চোখে চোখ রেখে
যদি বলো, ‘তুমি একান্ত আমার’, কী করে থাকবো নির্বাক ?
তারায় তারায় রটিয়ে দেবো, ‘আমি তোমার, তুমি আমার’।

1 comment: